→ স্বাগতিক দেশ- রাশিয়া
→ মাস্কট- জাবিভাকা (নেকড়ে) অর্থ- যিনি গোল করেন
→ তারিখ- (১৪ জুন - ১৫ জুলাই) (৩২ দিন)
→ দলসমূহ-৩২টি (৫টি কনফেডারেশন থেকে)
→ ভেন্যু সমূহ-১২ (১১টি আয়োজক শহরে)
→ চ্যাম্পিয়ন- ফ্রান্স (৪-২ গোলে, ২য় শিরোপা)
→ রানার-আপ- ক্রোয়েশিয়া
→ তৃতীয় স্থান- বেলজিয়াম
→ চতুর্থ স্থান- ইংল্যান্ড
প্রতিযোগিতার পরিসংখ্যানঃ
→ মোট ম্যাচ- ৬৪
→ মোট ম্যাচ- ৬৪
→ গোল সংখ্যা-১৬৯ (ম্যাচ প্রতি ২.৬৪টি)
→ উপস্থিতি-৩০,৩১,৭৬৮ (ম্যাচ প্রতি ৪৭,৩৭১ জন)
পুরস্কারঃ
পুরস্কারঃ
→ শীর্ষ গোলদাতা ও গোল্ডেন বুট- হ্যারি কেইন (ইংল্যান্ড, ৬ গোল)
→ সিলভার বুট- অঁতোয়ান গ্রিয়েজম্যান (ফ্রান্স)
→ ব্রোঞ্জ বুট- রোমেলু লুকাকু (বেলজিয়াম)
→ সেরা খেলোয়াড় ও গোল্ডেন বল- লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
→ সিলভার বল- এদেন অাজার (বেলজিয়াম)
→ ব্রোঞ্জ বল- অঁতোয়ান গ্রিয়েজম্যান (ফ্রান্স)
→ সেরা তরুণ খেলোয়াড়- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
→ সেরা গোলরক্ষক ও গোল্ডেন গ্লাবস- থিবো কোর্তোয়া (বেলজিয়াম)
→ ফেয়ার প্লে পুরস্কার- স্পেন
অন্যান্যঃ
→ সিলভার বুট- অঁতোয়ান গ্রিয়েজম্যান (ফ্রান্স)
→ ব্রোঞ্জ বুট- রোমেলু লুকাকু (বেলজিয়াম)
→ সেরা খেলোয়াড় ও গোল্ডেন বল- লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
→ সিলভার বল- এদেন অাজার (বেলজিয়াম)
→ ব্রোঞ্জ বল- অঁতোয়ান গ্রিয়েজম্যান (ফ্রান্স)
→ সেরা তরুণ খেলোয়াড়- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
→ সেরা গোলরক্ষক ও গোল্ডেন গ্লাবস- থিবো কোর্তোয়া (বেলজিয়াম)
→ ফেয়ার প্লে পুরস্কার- স্পেন
অন্যান্যঃ
→ অাইসল্যান্ড এবং পানামা তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মত এই বিশ্বকাপে অংশগ্রহণ করে।
→ এটি হচ্ছে ইউরোপে অনুষ্ঠিত ১১তম বিশ্বকাপ।
→ রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
→ ২০১৮ সালের ১৫ই জুলাই রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টটেডিয়ামে এই আসরের শিরোপা নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।
→ ২০১৮ ফিফা বিশ্বকাপের শিরোপা বিজয়ী দল ফ্রান্স ২০২১ সালে অনুষ্ঠিতব্য কনফেডারেশন্স কাপের জন্য সরাসরি উত্তীর্ণ হয়েছে।
পুরস্কার অর্থমূল্যঃ
→ চ্যাম্পিয়ন- ৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার
→ রানার অাপ- ২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার
→ তৃতীয়- ২ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার
→ চতুর্থ- ২ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার
→ ৫ম-৮ম - প্রত্যেক দল ১ কোটি ৬০ লক্ষ করে মোট ৬ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার
→ ৯ম-১৬তম - ১ কোটি ২০ লক্ষ করে মোট ৯ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার
→ ১৭-৩২তম - ৮০ লক্ষ করে মোট ১২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার।
→ সর্বমোট ৪০ কোটি মার্কিন ডলার।
বলের নামঃ
→ টেলস্টার ১৮
অফিসিয়াল গানঃ
→ লিভ ইট অাপ ( নিকি জ্যাম)
বিশ্বকাপে রাশিয়ার ব্যয়ঃ
→ ১০ বিলিয়ন ডলার
রাশিয়া বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারা জনপ্রিয় দলঃ
→ ইতালি
→ নেদারল্যান্ড
→ চিলি
২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
→ ২০১৮ সালের ১৫ই জুলাই রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টটেডিয়ামে এই আসরের শিরোপা নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।
→ ২০১৮ ফিফা বিশ্বকাপের শিরোপা বিজয়ী দল ফ্রান্স ২০২১ সালে অনুষ্ঠিতব্য কনফেডারেশন্স কাপের জন্য সরাসরি উত্তীর্ণ হয়েছে।
পুরস্কার অর্থমূল্যঃ
→ চ্যাম্পিয়ন- ৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার
→ রানার অাপ- ২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার
→ তৃতীয়- ২ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার
→ চতুর্থ- ২ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার
→ ৫ম-৮ম - প্রত্যেক দল ১ কোটি ৬০ লক্ষ করে মোট ৬ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার
→ ৯ম-১৬তম - ১ কোটি ২০ লক্ষ করে মোট ৯ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার
→ ১৭-৩২তম - ৮০ লক্ষ করে মোট ১২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার।
→ সর্বমোট ৪০ কোটি মার্কিন ডলার।
বলের নামঃ
→ টেলস্টার ১৮
অফিসিয়াল গানঃ
→ লিভ ইট অাপ ( নিকি জ্যাম)
বিশ্বকাপে রাশিয়ার ব্যয়ঃ
→ ১০ বিলিয়ন ডলার
রাশিয়া বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারা জনপ্রিয় দলঃ
→ ইতালি
→ নেদারল্যান্ড
→ চিলি
২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
No comments:
Post a Comment